SawdeshBarta24UpdateNews
????? - ?? ?? ??????
|
প্রকাশ – ০২/০১/২০১২
কে এই শফিউর?
স্টাফ রিপোর্টার-
চাপাইনবাবগঞ্জ জেলার সুনাম বাগিচা এলাকার অধিবাসী এই শফিউর। শফিউরের বাবা তোবারক হোসেন ৭ ভাই ৫ বোন রেখে মারা যান এই ১২ ভাই-বোনের মধ্যে শফিউর ৬ নম্বর। পরিবারের পৃষ্টপোষকতায় ডিগ্রি পাশ করার পরস নিজেকে জড়ান শিক্ষকতা পেশায় তারপর বীমা কোং এবং পর্যায় ক্রমেস ব্যবসা। কিন্তু সবকিছুই ঠিক ছিল। ব্যবসা জগতের অন্যতম কুখ্যাত ব্যাবসা আদম ব্যবসাই হলো শফিউরের মূল ব্যবসা। এখনো সে গ্রাম গঞ্জের বিভিন্ন মানুষকে বিদেশের পাঠানোর কথা বলে হাতিয়ে নিচ্ছে লহ্ম লহ্ম টাকা।
মুলত সাইপ্রাসে র্দীঘ ৬ বছর থাকায় সুবাধে সে বর্তমানে বিভিন্ন ছাত্র, ক্ষুদ্র ব্যবসায় ও মহিলাদের সাইপ্রাসে ভিষা দেওয়ার কথা বলে সম্প্রতি রাজশাহী জেলা শহর সহ আশে-পাশের বিভিন্ন এলাকা থেকে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নাম প্রকাশ্যে ইচ্ছুক,নাটোর জেলার তকিনগর ইউনিয়নের রিয়াজুল নামের এক স্কুল মাষ্টারের স্ত্রী -পুত্র পরিবার সহ সাইপ্রাসে পাঠানোর নাম করে তার সকল ধানী জমি বিক্রয় করে প্রায় ৫ লাহ্ম টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়াও রাজশাহী বাংলাদেশ ব্যাংকে কর্মরত ১ এম, এল, এস, এস খাইর”ল মিয়ার কাছ থেকে ২ লাহ্ম টাকাও হাতিয়ে নিয়েছে এই আদম দালাল। যাই হোক না কেন, শফিউর এখানেই ক্ষান্ত হননি। শফিউর এর বিষয়ে খোজ-খবর নিতে গেলে আরও রহস্য বের হয়ে আসে। শফিউর এবং বর্তমান স্ত্রী ৭ জন অথচ এই ৭ জন স্ত্রীকেই তিনি ভালোবেসে বিয়ে করেন।
কিন্তু কেমন আছেন তার এই ৭ স্ত্রী ?
স্বদেশবার্তা ডট কম এর অনসন্ধানী প্রতিবেদক দল ও মানবাধিকার সংস্থার কয়েকজন কর্মী নেমে পড়েন এই শফিউর এর খোজ-খবর নেওয়ার জন্য।
এলাকা ও থানা সূত্রে জানা যায়- শফিউর সাইপ্রাসে অবস্থানকালে মাদক চোরা-চালানের দায়ে ঐ দেশে র্দীঘ ১ বছর জেল- হাজত খাটে।
To Be Continue…………… To Be Continue…………… To Be Continue……………
এই সংবাদ সর্ম্পকে আপনার মতামত দনি-
সবার আগে সব খবর জানতে “স্বদশে র্বাতার সাথইে থাকুন ।
Categories: ? ???????-????????? -"?????? ?????? ???? "
Post a Comment
Oops!
The words you entered did not match the given text. Please try again.
Oops!
Oops, you forgot something.