SawdeshBarta24UpdateNews
????-???? ?????????? ??????? ??????????? ????? ???? ?????? ???? ??:???? ?
|
"স্বদেশবার্তা ডটকম "
(The Voice OfBangladesh) সর্বশেষ সংবাদ
"একটি অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যম ' প্রকাশ – সোমবার, ১৪ জানুয়ারি ২০১৩
নিজস্ব প্রতিবেদকঃ-
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার কোনো সুরাহা ১১ মাসেও হয়নি। এ হত্যাকাণ্ডের তদন্তকাজও থমকে আছে। অবশ্য উচ্চ আদালতের বাধ্যবাধকতার কারণে অগ্রগতি নিয়ে কোনো তথ্য জানাতে পারবেন না বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা র্যারপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)।
এদিকে, সাগর-রুনির সহকর্মীরা সরকারকে প্রথম মৃত্যুবার্ষিকীর আগেই এই হত্যা মামলার প্রকৃত দোষীদের গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করার জন্য সময় বেঁধে দিয়েছেন।
তদন্তের স্বার্থে র্যাাব সাগর-রুনির মৃতদেহ কবর থেকে তুলে দফায় দফায় ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) টেস্ট করে। কিন্তু এতেও তদন্তের কার্যকর কোনো অগ্রগতি হয়নি। প্রকৃত দোষীদের এখনো শনাক্ত করা যায়নি। একই সঙ্গে হত্যার মোটিভও বের করতে ব্যর্থ হয়েছে র্যা্ব।
এ হত্যার বিচারের দাবিতে পরিবার ও সহকর্মীরা বিভিন্ন সময়ে রাজপথে আন্দোলন করেছেন। কিন্তু এতেও কোনো ফায়দা হয়নি।
শুক্রবারও একই দাবিতে মাছরাঙা টেলিভিশনের সামনে মানববন্ধন করেছেন সাগরের সহকর্মীরা। একই সঙ্গে তারা তদন্ত সংস্থার আন্তরিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন।
এ সম্পর্কে মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী ও প্রধান সম্পাদক ফাহিম মুনয়েম বলেন, ‘এ আইনশৃঙ্খলা বাহিনী অনেক ধরনের রহস্য উৎঘাটন করেছে। সুতরাং তাদের আন্তরিকতা কতটুকু আছে সেটা আপনারাই বুঝতে পারবেন। তবে আমাদের দেশে যেটা হয় যে কোনো না কোনো জায়গা থেকে যদি কোনো কিছুর নির্দেশ আসে তখন আইনশৃঙ্খলা বাহিনীও কাজ করতে পারে না।’
মাছরাঙা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক রেজোয়ান হক বলেন, ‘এক বছর পূর্ণ হওয়ার আগেই এ হত্যাকাণ্ডের খুনিরা ধরা পড়বেন, রহস্য উন্মচিত হবে। তাহলে সাংবাদিকদের জন্য ভালো, সাগর-রুনির জন্যতো ভালোই, সরকারের জন্যও ভালো। সবার জন্য যে ভালো সে ভালো কাজটা করার দায়িত্ব সরকারের।’
এছাড়া মামলার তদন্তের ব্যাপারে র্যা্বের মহাপরিচালক মোখলেসুর রহমান ক্যামেরার সামনে কোনো কথা বলেননি। তবে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকায় তারা কোনো তথ্য দিতে পারছেন না বলে দাবি করেছেন তিনি।
উল্লেখ্য, গত বছরের ১১ ফেব্রুয়ারি রাতের কোনো এক সময় রাজধানীর পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। ওই ঘটনায় ‘অজ্ঞাত পরিচয়’ ব্যক্তিদের আসামি করে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা হয়।
পরদিন ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের খুঁজে বের করতে পুলিশকে নির্দেশ দেন।
কিন্তু তদন্তকাজে কোনো অগ্রগতি দেখাতে পারেনি গোয়েন্দা পুলিশ। আর তাদের ব্যর্থতার পরিপ্রেক্ষিতে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ গত ১৮ এপ্রিল এ হত্যা মামলা তদন্তের দায়িত্ব র্যা বকে স্থানান্তরের নির্দেশ দেয়।
পরে রাসায়নিক (ভিসেরা) পরীক্ষার জন্য আদালতের নির্দেশে গত ২৬ এপ্রিল আজিমপুর কবরস্থান থেকে তাদের মৃতদেহ তোলা হয়।
শেয়ার করুন- http://www.facebook.com
http://www.googleplus.com
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত দিন-
সবার আগে সব খবর জানতে “স্বদেশ বার্তার সাথেই থাকুন ।
স্বদেশবার্তা ডটকম’ এর পক্ষে –
লায়ন রাজীব চৌধুরী
প্রধান সম্পাদক ও মানবাধিকার কর্মী ।
এবং
সম্পাদক ,প্রকাশক ও মানবাধিকার কর্মী - এম.এ.হাবিব জুয়েল ।
এইসাইটে প্রকাশিত কোনো তথ্য, ছবি,অথবা অন্যযেকোনো উপাদান বাণিজ্যিকউদ্দেশ্যে অন্য কোনো সাইটে প্রকাশ অথবা অন্য কোনো মাধ্যমে প্রচার করা বাংলাদেশ কপিরাইট আইনানুযায়ীদণ্ডনীয় অপরাধ। তবে গবেষণামূলক কাজে এই সাইটের তথ্য প্রদর্শন করা যেতে পারে, সেক্ষেত্রে সূত্র উল্লেখ করতে হবে।
Categories: ?????? ?????? ???? UpdateNews (The Voice Of Bangladesh) ???? ????????????? ????? ???????
Post a Comment
Oops!
The words you entered did not match the given text. Please try again.
Oops!
Oops, you forgot something.