SawdeshBarta24UpdateNews
????????? ????? ??? ????? ???? ????? ?????????????
|
সচিবালয়ের লিফটে দেড় মিনিট আটকে রইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, ২৭আগস্ট, ২০১২
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেড় থেকে দুই মিনিট লিফটে আটকে ছিলেন। সোমবার সচিবালয়ে তার নিজ কার্যালয়ে যাওয়ার সময় সকাল ১০টা ৪ মিনিট সময় এ ঘটনা ঘটে।
সেখানে কর্তব্যরত গোয়েন্দাসংস্থার এক কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী তার কার্যালয়ে যাওয়ার সময় লিফটে উঠলে সেটি আটকে যায়। সকাল ১০টা ৪ মিনিট থেকে ১০টা সাড়ে পাঁচ মিনিট পর্যন্ত আকটে থাকার পর ফের লিফট চলাচল শুরু হয়।
ওই কর্মকর্তা বলেন, “হয়ত বিদ্যুৎ সংযোগ না পাওয়ার কারণে এটি ঘটেছে। তাছাড়া প্রধানমন্ত্রীকে সামনে দেখে অনেক সময় লিফটম্যান সামান্য ঘাবড়েও যেয়ে থেকে থাকতে পারে। সে কারণে লিফট পরিচালনার ব্যাঘাত ঘটে থাকতে পারে।”
পরে লিফট চলাচল শুরু হলে নিজ কার্যালয়ে যান প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠকে যোগ দিতে সকালেই সচিবালয়ের কার্যালয়ে আসেন তিনি।
সম্পাদনা ঃ এম. এ হাবিব জুয়েল
Categories: None
Post a Comment
Oops!
The words you entered did not match the given text. Please try again.
Oops!
Oops, you forgot something.