More
  • SawdeshBarta24.Com Home
  • About Us
  • Contact Us 24*7
  • SawdeshBarta24UpdateNews
  • Photo Gallery
  • Resources
  • Update news
  • Members
  • Web Store

SawdeshBarta24UpdateNews

« Back to SawdeshBarta24UpdateNews « Older Entry | Newer Entry »

Crime News of Rape,Murder & Etc.

Posted by [email protected] on April 11, 2012 at 5:45 PM

স্ত্রীকে ‘নিষিদ্ধ পল্লীতে’ বিক্রির দায়ে স্বামীর যাবজ্জীবন

জেলা সংবাদদাতা: (বাগেরহাট, ০৯ এপ্রিল;)- স্ত্রীকে ‘নিষিদ্ধ পল্লীতে’ বিক্রির অভিযোগে স্বামীসহ দুই সহযোগীর যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন বাগেরহাটের একটি আদালত। বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মো. আবুল বাশার মুন্সী সোমবার দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় দেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।একইসঙ্গে তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।দণ্ডপ্রাপ্তরা হলেন- বাগেরহাটের মোল্লাহাট উপজেলার নতুন ঘোষগাঁতি গ্রামের শাহাদাৎ মোল্লার ছেলে দাউদ মোল্লা, তার সহযোগী একই গ্রামের ধলা মিঞা বিশ্বাসের ছেলে হাসান বিশ্বাস এবং নড়াইল জেলার চচুড়ি গ্রামের আব্দুল মাজেদ মোল্লার মেয়ে মিতা ওরফে রিনা ওরফে নূরী ওরফে নূর জাহান।

বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি(পিপি;) সিদ্দিকুর রহমান জানান, দাউদ ১৯৯৭ সালের ৩০ অক্টোবর স্ত্রী রীনা বেগমকে সিনেমা দেখানোর কথা বলে প্রথমে খুলনায় এবং পরে যশোরে নিয়ে যায়। এসময় তার সঙ্গে সহযোগী হাসানও ছিলেন। একপর্যায়ে দাউদ রীনাকে যশোরে ‘নিষিদ্ধ পল্লী’র বাসিন্দা মিতার কাছে ৬০ হাজার টাকায় বিক্রি করে তারা পালিয়ে যান।ওইদিন সন্ধ্যায় পুলিশ ‘নিষিদ্ধ পল্লী’ থেকে রীনাকে উদ্ধার করে এবং পরদিন রীনা কুলিয়া গ্রামে বাপের বাড়ি ফিরে মোল্লাহাট থানায় একটি মামলা দায়ের করেন।১৯৯৮ সালের ৬ জানুয়ারি তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই;) মো. জালাল উদ্দিন।

রাজশাহীতে যৌতুকের আগুনে পুড়ে মরলো গৃহবধূ

রাজশাহী, ৪ এপ্রিল- রাজশাহীর রাণীনগর এলাকায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বুধবার দুপুরে অগ্নিদগ্ধ অবস্থায় সাথী ইয়াসমিন নামে ওই গৃহবধূকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর সন্ধ্যায় তিনি মারা যান। চিকিৎসকরা জানিয়েছেন, সাথীর শরীরের ৮০ ভাগ পুড়ে গিয়েছিলো। সাথীর বড় বোন শাহনাজ জামান জানান, আট মাস আগে নগরীর রাণীনগর এলাকার মাইক্রোবাস চালক আরিফুল ইসলাম আরিফের সঙ্গে তার বোনের বিয়ে হয়। তবে বিয়ের কিছুদিন পর থেকে যৌতুকের দাবিতে সাথীর ওপর নির্যাতন চালাতে শুরু করে আরিফ। সাথীদের বাড়ি হেতেমখাঁ এলাকায়। তার বাবার নাম সাজ্জাদ আলী।মা হাসনা বানু বলেন, বুধবার দুপুরে যৌতুক হিসেবে মোটরসাইকেল নিয়ে আসার জন্য সাথীর ওপর নির্যাতন শুরু করে আরিফ ও তার বাড়ির লোকজন। নির্যাতনের এক পর্যায়ে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় তারা। পরে আশেপাশের লোকজন ছুটে এসেতাকে উদ্ধার করে।

বোয়ালিয়া মডেল থানার ওসি খান মো. শাহরিয়ার বলেন, “আগুনে পুড়িয়ে গৃহবধূকে হত্যার খবর আমরা পেয়েছি। তবে এখনো কেউ থানায় মামলা নিয়ে আসেনি। তবে স্বামী আরিফকে ধরতে অভিযান শুরু হয়েছে।”

 

এপ্রিল২০১২সম্পাদনা:এম.এ.হiবিব

নিজ পিস্তলের গুলিতে পুলিশের আত্মহত্যা

জেলা সংবাদদাতা: (কুমিল্লা, ১১ এপ্রিল)- কুমিল্লায় নিজ পিস্তুর গুলিতে আত্মহত্যা করেছেন এক পুলিশ সদস্য। বুধবার সকাল ৭ টায় এ ঘটনা ঘটে।পুলিশ সূত্র জানায়, পুলিশের নায়েক তানজিম (৩২) মহানগরীর জাঙ্গালিয়ায় নিজ কক্ষে পারিবারিক কলহের জের ধরে নিজ চোয়ালে গুলি করেন।রক্তাক্ত অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

নিহত তানজিমের বাড়ি চাঁদপুর জেলার কচুয়ায়। তার স্ত্রী ও দুই শিশু পুত্র রয়েছে। তানজিম কুমিল্লার জাঙ্গালিয়ায় সরকারি বিদ্যুৎ অফিসে নিরাপত্তার বিষয়ে কর্মরত ছিলেন।

নীলফামারীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

জেলা সংবাদদাতা: (নীলফামারী, ১১ এপ্রিল)- নীলফামারীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সাজাপ্রাপ্ত স্বামী হলেন জেলার ডোমার উপজেলার কেতকীবাড়ী নামাজীপাড়া এলাকার সফিয়ার রহমানের ছেলে মঞ্জুরুল হক।

 তাকে স্ত্রী নুর বানুকে (২৮) হত্যার দায়ে বুধবার নীলফামারী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জেব-উন-নেসা এ সাজার রায় দেন। মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ৬ জুলাই রাতে পারিবারিক কলহের জেরে স্ত্রী নুর বানুকে বেদম মারপিট করে। পরে আশঙ্কাজনক অবস্থায় ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু যায়। এ ঘটনার পর নুর বানুর বাবা তমিজ উদ্দিন বাদী হয়ে পরদিন ৭ জুলাই জামাতা মঞ্জুরুলকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহানী পিপিএম মঞ্জুরুলকে দোষী সাব্যস্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আজ বুধবার আদালত আসামিকে ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে অতিরিক্ত ছয় মাসের জেল দেয়। আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর অক্ষয় কুমার রায়।

sbarata news 548-M.A.HABIB JEWEL

Categories: None

Post a Comment

Oops!

Oops, you forgot something.

Oops!

The words you entered did not match the given text. Please try again.

Already a member? Sign In

0 Comments

Loading...

Categories

  • ?????? ?????? ???? UpdateNews (The Voice Of Bangladesh) ???? ????????????? ????? ??????? (3)
  • ??????? ????- "???????????? ???? " (0)
  • ? ???????-????????? -"?????? ?????? ???? " (1)
  • ?????? ?????????-"?????? ?????? ???? " (1)
Create your own free website today
Webs
Better Websites Made Simple