More
  • SawdeshBarta24.Com Home
  • About Us
  • Contact Us 24*7
  • SawdeshBarta24UpdateNews
  • Photo Gallery
  • Resources
  • Update news
  • Members
  • Web Store

SawdeshBarta24UpdateNews

« Back to SawdeshBarta24UpdateNews

????????? ??????? ????? ?????? ????,??????,??????-??????? ???- “???????????? ???? “

Posted by [email protected] on January 24, 2013 at 4:40 AM Comments comments (7)





রাজধানীতে শিবিরের ঝটিকা মিছিলে বাধা,ভাঙচুর,১০নেতা-কর্মীকে আটক-

                                                                                              “স্বদেশবার্তা ডটকম “(The Voice Of Bangladesh)

“একটি অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যম             প্রকাশ -বৃহস্পতিবার, ২৪ জানুয়ারি ২০১৩

নিজস্ব প্রতিবেদকঃ-

রাজধানীরমতিঝিল ও শ্যামলীতে শিবির কর্মীরা ঝটিকা মিছিলে পুলিশ বাধায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় শিবির কর্মীরা যাত্রীবাহী দুটি বাস ভাঙচুরকরলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 শিবিরজানিয়েছে, পুলিশঘটনাস্থল থেকে তাদের ১০ নেতা-কর্মীকে আটক করেছে।

 প্রত্যক্ষ্যদর্শীরাজানায়, সকাল ১০টায় মতিঝিলে পুলিশ মিছিলকারীদের ধাওয়া করে।এ সময় শিবির কর্মীরাও পুলিশের ওপর চড়াও হয়। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেপুলিশ প্রায় ১২ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।

 শিক্ষাঙ্গনেসন্ত্রাস ও শিক্ষক নির্যাতনের প্রতিবাদে শিবির কর্মীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেবৃহস্পতিবার রাজধানীর মতিঝিল ও শ্যামলীতে এইবিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।শিবির নেতা কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মো. ইয়াসিনআরাফাতের নেতৃত্বে রাজধানীরমতিঝিলে ছাত্রশিবির সকাল ১০টায় বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মতিঝিল মোড় থেকে শুরু হয়ে আরামবাগমোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 এসময় মিছিলে অংশ নেন কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক দেলোয়ার হোসেন, বিতর্ক সম্পাদক মাসুদুল ইসলামবুলবুল ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি শাহিন খাঁন,পূর্বের সভাপতি রাশেদুল হাসান রানাপ্রমুখ। মিছিল শেষে পুলিশ ব্যাপক গ্যাসগ্রেনেড, টিয়ারসেল,রাবার বুলেট নিক্ষেপ করে। এসময় দশনেতা কর্মীকে গ্রেফতারকরে পুলিশ।

 অপরদিকেশিবির নেতা কেন্দ্রীয় অফিস সম্পাদক মো. আতিকুর রহমানের নেতৃত্বে একই দাবিতে শ্যামলীতে সকাল সাড়ে ১০টায় বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শ্যামলীবাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে কলেজ গেট মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে আরো অংশ নেনকেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক রফিকুল ইসলাম, সাংস্কৃতিকসম্পাদক আলমগীর হোসেন, মহানগরীউত্তরের সভাপতি আহমদ সালমান, মহানগরপশ্চিমের ভারপ্রাপ্ত সভাপতি মো. মারুফ হোসেন প্রমুখ।

 মিছিলছেলে সমাবেশে শিবির নেতৃবৃন্দ আরো বলেন, আওয়ামীসরকার এই মেয়াদে ক্ষমতায়আসার পর শিক্ষাঙ্গনে সন্ত্রাস ভিন্ন মাত্রা পেয়েছে। আওয়ামীলীগ সরকার গঠনের পর থেকেই ছাত্রলীগদেশের প্রত্যেক ক্যাম্পাস দখলে নিতে বেপরোয়া হয়ে উঠে।

 

শেয়ার করুন-                   www.facebook.com                   www.googleplus.com  

 

Email us -

[email protected]  (Only For news)  [email protected](To Editor)

 

ফেসবুক থেকে জানুন সর্বশেষ সংবাদ - "স্বদেশবার্তা ডটকম "(The Voice Of Bangladesh)

"স্বদেশবার্তা ডটকম "এপ্রকাশিত কোনো তথ্য, ছবি, অথবা অন্য যেকোনো উপাদান বাণিজ্যিক উদ্দেশ্যে অন্য কোনোসাইটে প্রকাশ অথবা অন্য কোনো মাধ্যমে প্রচার করা বাংলাদেশ কপিরাইট আইনানুযায়ীদণ্ডনীয় অপরাধ। তবে গবেষণামূলক কাজে এই সাইটের তথ্য প্রদর্শন করা যেতে পারে, সেক্ষেত্রে সূত্র উল্লেখ করতে হবে।

স্বদেশবার্তা ডটকম’ এর পক্ষে –

লায়ন রাজীব চৌধুরী

প্রধান সম্পাদক ও মানবাধিকার কর্মী ।

এবং

সম্পাদক ,প্রকাশক ও মানবাধিকার কর্মী - এম.এ.হাবিব জুয়েল ।

 

????-???? ?????????? ??????? ??????????? ????? ???? ?????? ???? ??:???? ?

Posted by [email protected] on January 14, 2013 at 8:15 AM Comments comments (0)

        "স্বদেশবার্তা ডটকম "

                                                                                         (The Voice OfBangladesh)                                                            সর্বশেষ সংবাদ

"একটি অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যম '            প্রকাশ – সোমবার, ১৪ জানুয়ারি ২০১৩


নিজস্ব প্রতিবেদকঃ-

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার কোনো সুরাহা ১১ মাসেও হয়নি। এ হত্যাকাণ্ডের তদন্তকাজও থমকে আছে। অবশ্য উচ্চ আদালতের বাধ্যবাধকতার কারণে অগ্রগতি নিয়ে কোনো তথ্য জানাতে পারবেন না বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা র্যারপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)।

এদিকে, সাগর-রুনির সহকর্মীরা সরকারকে প্রথম মৃত্যুবার্ষিকীর আগেই এই হত্যা মামলার প্রকৃত দোষীদের গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করার জন্য সময় বেঁধে দিয়েছেন।

তদন্তের স্বার্থে র্যাাব সাগর-রুনির মৃতদেহ কবর থেকে তুলে দফায় দফায় ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) টেস্ট করে। কিন্তু এতেও তদন্তের কার্যকর কোনো অগ্রগতি হয়নি। প্রকৃত দোষীদের এখনো শনাক্ত করা যায়নি। একই সঙ্গে হত্যার মোটিভও বের করতে ব্যর্থ হয়েছে র্যা্ব।

এ হত্যার বিচারের দাবিতে পরিবার ও সহকর্মীরা বিভিন্ন সময়ে রাজপথে আন্দোলন করেছেন। কিন্তু এতেও কোনো ফায়দা হয়নি।

শুক্রবারও একই দাবিতে মাছরাঙা টেলিভিশনের সামনে মানববন্ধন করেছেন সাগরের সহকর্মীরা। একই সঙ্গে তারা তদন্ত সংস্থার আন্তরিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

এ সম্পর্কে মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী ও প্রধান সম্পাদক ফাহিম মুনয়েম বলেন, ‘এ আইনশৃঙ্খলা বাহিনী অনেক ধরনের রহস্য উৎঘাটন করেছে। সুতরাং তাদের আন্তরিকতা কতটুকু আছে সেটা আপনারাই বুঝতে পারবেন। তবে আমাদের দেশে যেটা হয় যে কোনো না কোনো জায়গা থেকে যদি কোনো কিছুর নির্দেশ আসে তখন আইনশৃঙ্খলা বাহিনীও কাজ করতে পারে না।’

মাছরাঙা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক রেজোয়ান হক বলেন, ‘এক বছর পূর্ণ হওয়ার আগেই এ হত্যাকাণ্ডের খুনিরা ধরা পড়বেন, রহস্য উন্মচিত হবে। তাহলে সাংবাদিকদের জন্য ভালো, সাগর-রুনির জন্যতো ভালোই, সরকারের জন্যও ভালো। সবার জন্য যে ভালো সে ভালো কাজটা করার দায়িত্ব সরকারের।’

এছাড়া মামলার তদন্তের ব্যাপারে র্যা্বের মহাপরিচালক মোখলেসুর রহমান ক্যামেরার সামনে কোনো কথা বলেননি। তবে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকায় তারা কোনো তথ্য দিতে পারছেন না বলে দাবি করেছেন তিনি।

উল্লেখ্য, গত বছরের ১১ ফেব্রুয়ারি রাতের কোনো এক সময় রাজধানীর পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। ওই ঘটনায় ‘অজ্ঞাত পরিচয়’ ব্যক্তিদের আসামি করে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা হয়।

পরদিন ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের খুঁজে বের করতে পুলিশকে নির্দেশ দেন।

কিন্তু তদন্তকাজে কোনো অগ্রগতি দেখাতে পারেনি গোয়েন্দা পুলিশ। আর তাদের ব্যর্থতার পরিপ্রেক্ষিতে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ গত ১৮ এপ্রিল এ হত্যা মামলা তদন্তের দায়িত্ব র্যা বকে স্থানান্তরের নির্দেশ দেয়।

পরে রাসায়নিক (ভিসেরা) পরীক্ষার জন্য আদালতের নির্দেশে গত ২৬ এপ্রিল আজিমপুর কবরস্থান থেকে তাদের মৃতদেহ তোলা হয়।

শেয়ার করুন- http://www.facebook.com

http://www.googleplus.com

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত দিন-

সবার আগে সব খবর জানতে “স্বদেশ বার্তার সাথেই থাকুন ।

স্বদেশবার্তা ডটকম’ এর পক্ষে –

লায়ন রাজীব চৌধুরী

প্রধান সম্পাদক ও মানবাধিকার কর্মী ।

এবং

সম্পাদক ,প্রকাশক ও মানবাধিকার কর্মী - এম.এ.হাবিব জুয়েল ।

এইসাইটে প্রকাশিত কোনো তথ্য, ছবি,অথবা অন্যযেকোনো উপাদান বাণিজ্যিকউদ্দেশ্যে অন্য কোনো সাইটে প্রকাশ অথবা অন্য কোনো মাধ্যমে প্রচার করা বাংলাদেশ কপিরাইট আইনানুযায়ীদণ্ডনীয় অপরাধ। তবে গবেষণামূলক কাজে এই সাইটের তথ্য প্রদর্শন করা যেতে পারে, সেক্ষেত্রে সূত্র উল্লেখ করতে হবে।


 

SawdeshBarta.Com Last Update

Posted by [email protected] on August 27, 2012 at 5:50 AM Comments comments (0)

রাজশাহীতে বিড়ম্বনার অপর নাম এটিএম বুথ

স্টাফ করেসপন্ডেন্ট রাজশাহী: রাজশাহী মহানগরীতেবিড়ম্বনার অপর নাম হয়ে দাঁড়িয়েছেএটিএম (অটোমেটেডট্রেলার মেশিন)বুথ।

বিভিন্ন ব্যাংকেরএটিএম বুথেপ্রতিদিনই টাকা তুলতে গিয়ে নানাহয়রানির শিকারহতে হচ্ছেগ্রাহকদের। কখনও থাকছে না নেটওয়ার্ক,আবার কখনওআটকে যাচ্ছেকার্ড।

জরুরি প্রয়োজনেরসময় টাকাতুলতে নাপেরে অনেকগ্রাহককে হা-পিত্যেশ করতেদেখা যায়।মধ্য রমজানথেকে শুরুহওয়া এসমস্যা বর্তমানেপ্রকট আকারনিয়েছে।

মহানগরীর শালবাগানএলাকার বিদ্যুৎবিভাগের কর্মকর্তামঈন আহমেদগত ২৩আগস্ট হাসপাতালেভর্তি থাকাবোনের জরুরিওষুধের জন্যটাকা তুলতেগত ২৩আগস্ট লক্ষ্মীপুরএলাকার ডাচ-বাংলা ব্যাংকেরএটিএম বুথেযান। কিন্তুকার্ড ঢোকানোরসঙ্গে সঙ্গেতা আটকেযায়।

অনেক চেষ্টাকরেও তিনিতার কার্ডটিআর বেরকরতে পারেননি।তারপর রাজশাহীশাখার কর্মকর্তাএবং ঢাকারকেন্দ্রীয় কর্মকর্তাদের সঙ্গে যোগ


Categories

  • ?????? ?????? ???? UpdateNews (The Voice Of Bangladesh) ???? ????????????? ????? ??????? (3)
  • ??????? ????- "???????????? ???? " (0)
  • ? ???????-????????? -"?????? ?????? ???? " (1)
  • ?????? ?????????-"?????? ?????? ???? " (1)
Create your own free website today
Webs
Better Websites Made Simple