SawdeshBarta24UpdateNews
“স্বদেশ বার্তা ডটকম “
(The Voice Of Bangladesh)
“একটি অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যম
????????? ??????? ????? ?????? ????,??????,??????-??????? ???- “???????????? ???? “
|
![]() |
রাজধানীতে শিবিরের ঝটিকা মিছিলে বাধা,ভাঙচুর,১০নেতা-কর্মীকে আটক-
“স্বদেশবার্তা ডটকম “(The Voice Of Bangladesh)
“একটি অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যম প্রকাশ -বৃহস্পতিবার, ২৪ জানুয়ারি ২০১৩
নিজস্ব প্রতিবেদকঃ-
রাজধানীরমতিঝিল ও শ্যামলীতে শিবির কর্মীরা ঝটিকা মিছিলে পুলিশ বাধায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় শিবির কর্মীরা যাত্রীবাহী দুটি বাস ভাঙচুরকরলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শিবিরজানিয়েছে, পুলিশঘটনাস্থল থেকে তাদের ১০ নেতা-কর্মীকে আটক করেছে।
প্রত্যক্ষ্যদর্শীরাজানায়, সকাল ১০টায় মতিঝিলে পুলিশ মিছিলকারীদের ধাওয়া করে।এ সময় শিবির কর্মীরাও পুলিশের ওপর চড়াও হয়। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেপুলিশ প্রায় ১২ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।
শিক্ষাঙ্গনেসন্ত্রাস ও শিক্ষক নির্যাতনের প্রতিবাদে শিবির কর্মীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেবৃহস্পতিবার রাজধানীর মতিঝিল ও শ্যামলীতে এইবিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।শিবির নেতা কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মো. ইয়াসিনআরাফাতের নেতৃত্বে রাজধানীরমতিঝিলে ছাত্রশিবির সকাল ১০টায় বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মতিঝিল মোড় থেকে শুরু হয়ে আরামবাগমোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় মিছিলে অংশ নেন কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক দেলোয়ার হোসেন, বিতর্ক সম্পাদক মাসুদুল ইসলামবুলবুল ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি শাহিন খাঁন,পূর্বের সভাপতি রাশেদুল হাসান রানাপ্রমুখ। মিছিল শেষে পুলিশ ব্যাপক গ্যাসগ্রেনেড, টিয়ারসেল,রাবার বুলেট নিক্ষেপ করে। এসময় দশনেতা কর্মীকে গ্রেফতারকরে পুলিশ।
অপরদিকেশিবির নেতা কেন্দ্রীয় অফিস সম্পাদক মো. আতিকুর রহমানের নেতৃত্বে একই দাবিতে শ্যামলীতে সকাল সাড়ে ১০টায় বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শ্যামলীবাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে কলেজ গেট মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে আরো অংশ নেনকেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক রফিকুল ইসলাম, সাংস্কৃতিকসম্পাদক আলমগীর হোসেন, মহানগরীউত্তরের সভাপতি আহমদ সালমান, মহানগরপশ্চিমের ভারপ্রাপ্ত সভাপতি মো. মারুফ হোসেন প্রমুখ।
মিছিলছেলে সমাবেশে শিবির নেতৃবৃন্দ আরো বলেন, আওয়ামীসরকার এই মেয়াদে ক্ষমতায়আসার পর শিক্ষাঙ্গনে সন্ত্রাস ভিন্ন মাত্রা পেয়েছে। আওয়ামীলীগ সরকার গঠনের পর থেকেই ছাত্রলীগদেশের প্রত্যেক ক্যাম্পাস দখলে নিতে বেপরোয়া হয়ে উঠে।
শেয়ার করুন- www.facebook.com www.googleplus.com
Email us -
[email protected] (Only For news) [email protected](To Editor)
ফেসবুক থেকে জানুন সর্বশেষ সংবাদ - "স্বদেশবার্তা ডটকম "(The Voice Of Bangladesh)
"স্বদেশবার্তা ডটকম "এপ্রকাশিত কোনো তথ্য, ছবি, অথবা অন্য যেকোনো উপাদান বাণিজ্যিক উদ্দেশ্যে অন্য কোনোসাইটে প্রকাশ অথবা অন্য কোনো মাধ্যমে প্রচার করা বাংলাদেশ কপিরাইট আইনানুযায়ীদণ্ডনীয় অপরাধ। তবে গবেষণামূলক কাজে এই সাইটের তথ্য প্রদর্শন করা যেতে পারে, সেক্ষেত্রে সূত্র উল্লেখ করতে হবে।
স্বদেশবার্তা ডটকম’ এর পক্ষে –
লায়ন রাজীব চৌধুরী
প্রধান সম্পাদক ও মানবাধিকার কর্মী ।
এবং
সম্পাদক ,প্রকাশক ও মানবাধিকার কর্মী - এম.এ.হাবিব জুয়েল ।
????? - ?? ?? ??????
|
![]() |
প্রকাশ – ০২/০১/২০১২
কে এই শফিউর?
স্টাফ রিপোর্টার-
চাপাইনবাবগঞ্জ জেলার সুনাম বাগিচা এলাকার অধিবাসী এই শফিউর। শফিউরের বাবা তোবারক হোসেন ৭ ভাই ৫ বোন রেখে মারা যান এই ১২ ভাই-বোনের মধ্যে শফিউর ৬ নম্বর। পরিবারের পৃষ্টপোষকতায় ডিগ্রি পাশ করার পরস নিজেকে জড়ান শিক্ষকতা পেশায় তারপর বীমা কোং এবং পর্যায় ক্রমেস ব্যবসা। কিন্তু সবকিছুই ঠিক ছিল। ব্যবসা জগতের অন্যতম কুখ্যাত ব্যাবসা আদম ব্যবসাই হলো শফিউরের মূল ব্যবসা। এখনো সে গ্রাম গঞ্জের বিভিন্ন মানুষকে বিদেশের পাঠানোর কথা বলে হাতিয়ে নিচ্ছে লহ্ম লহ্ম টাকা।
মুলত সাইপ্রাসে র্দীঘ ৬ বছর থাকায় সুবাধে সে বর্তমানে বিভিন্ন ছাত্র, ক্ষুদ্র ব্যবসায় ও মহিলাদের সাইপ্রাসে ভিষা দেওয়ার কথা বলে সম্প্রতি রাজশাহী জেলা শহর সহ আশে-পাশের বিভিন্ন এলাকা থেকে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নাম প্রকাশ্যে ইচ্ছুক,নাটোর জেলার তকিনগর ইউনিয়নের রিয়াজুল নামের এক স্কুল মাষ্টারের স্ত্রী -পুত্র পরিবার সহ সাইপ্রাসে পাঠানোর নাম করে তার সকল ধানী জমি বিক্রয় করে প্রায় ৫ লাহ্ম টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়াও রাজশাহী বাংলাদেশ ব্যাংকে কর্মরত ১ এম, এল, এস, এস খাইর”ল মিয়ার কাছ থেকে ২ লাহ্ম টাকাও হাতিয়ে নিয়েছে এই আদম দালাল। যাই হোক না কেন, শফিউর এখানেই ক্ষান্ত হননি। শফিউর এর বিষয়ে খোজ-খবর নিতে গেলে আরও রহস্য বের হয়ে আসে। শফিউর এবং বর্তমান স্ত্রী ৭ জন অথচ এই ৭ জন স্ত্রীকেই তিনি ভালোবেসে বিয়ে করেন।
কিন্তু কেমন আছেন তার এই ৭ স্ত্রী ?
স্বদেশবার্তা ডট কম এর অনসন্ধানী প্রতিবেদক দল ও মানবাধিকার সংস্থার কয়েকজন কর্মী নেমে পড়েন এই শফিউর এর খোজ-খবর নেওয়ার জন্য।
এলাকা ও থানা সূত্রে জানা যায়- শফিউর সাইপ্রাসে অবস্থানকালে মাদক চোরা-চালানের দায়ে ঐ দেশে র্দীঘ ১ বছর জেল- হাজত খাটে।
To Be Continue…………… To Be Continue…………… To Be Continue……………
এই সংবাদ সর্ম্পকে আপনার মতামত দনি-
সবার আগে সব খবর জানতে “স্বদশে র্বাতার সাথইে থাকুন ।
????????? ??????? ????? ???-“???????????? ???? “(The Voice Of Bangladesh)
|
![]() |
জামাত নেতা মজিবুরকে গ্রেপ্তারে প্রতিবাদে রাজশাহীতে আধাবেলা হরতাল কাল-
“স্বদেশবার্তা ডটকম “
(The Voice Of Bangladesh)
“একটি অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যম ‘ প্রকাশ – সোমবার, ১৪ জানুয়ারি ২০১৩
নিজস্ব প্রতিবেদকঃ-
কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মজিবুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজশাহী বিভাগে আগামীকাল (মঙ্গলবার) আধবেলা হরতাল ডেকেছে জামাতে ইসলামী। সোমবার প্রেসবিজ্ঞপ্তিতে রাজশাহী মহানগর জামাতের আমির এ কথা জানান।
রাজশাহীতে পুলিশের ওপর হামলার ঘটনায় মজিবুর রহমানকে খুলনা থেকে গত রোববার রাতে গ্রেপ্তার করে র্যাসপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) সদস্যরা।
সন্ধ্যায় সাতক্ষীরা জেলা জামাতের অনুষ্ঠান শেষে ঢাকার যাওয়ার পথে খুলনার জিরো পয়েন্ট এলাকা থেকে র্যা ব-৬ এর সদস্যরা তাকে আটক করে। পরে অধ্যাপক মুজিবর রহমানকে র্যা ব-৬ কার্যালয়ের নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
গত ৬ জানুয়ারি ১৮ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে রাজশাহীতে পুলিশের ওপর হামলা মামলায় তাকে আটক দেখিয়ে রোববার রাত সোয়া ১১টার দিকে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
শেয়ার করুন- http://www.facebook.com http://www.googleplus.com
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত দিন-
সবার আগে সব খবর জানতে “স্বদেশ বার্তার সাথেই থাকুন ।
????-???? ?????????? ??????? ??????????? ????? ???? ?????? ???? ??:???? ?
|
![]() |
"স্বদেশবার্তা ডটকম "
(The Voice OfBangladesh) সর্বশেষ সংবাদ
"একটি অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যম ' প্রকাশ – সোমবার, ১৪ জানুয়ারি ২০১৩
নিজস্ব প্রতিবেদকঃ-
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার কোনো সুরাহা ১১ মাসেও হয়নি। এ হত্যাকাণ্ডের তদন্তকাজও থমকে আছে। অবশ্য উচ্চ আদালতের বাধ্যবাধকতার কারণে অগ্রগতি নিয়ে কোনো তথ্য জানাতে পারবেন না বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা র্যারপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)।
এদিকে, সাগর-রুনির সহকর্মীরা সরকারকে প্রথম মৃত্যুবার্ষিকীর আগেই এই হত্যা মামলার প্রকৃত দোষীদের গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করার জন্য সময় বেঁধে দিয়েছেন।
তদন্তের স্বার্থে র্যাাব সাগর-রুনির মৃতদেহ কবর থেকে তুলে দফায় দফায় ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) টেস্ট করে। কিন্তু এতেও তদন্তের কার্যকর কোনো অগ্রগতি হয়নি। প্রকৃত দোষীদের এখনো শনাক্ত করা যায়নি। একই সঙ্গে হত্যার মোটিভও বের করতে ব্যর্থ হয়েছে র্যা্ব।
এ হত্যার বিচারের দাবিতে পরিবার ও সহকর্মীরা বিভিন্ন সময়ে রাজপথে আন্দোলন করেছেন। কিন্তু এতেও কোনো ফায়দা হয়নি।
শুক্রবারও একই দাবিতে মাছরাঙা টেলিভিশনের সামনে মানববন্ধন করেছেন সাগরের সহকর্মীরা। একই সঙ্গে তারা তদন্ত সংস্থার আন্তরিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন।
এ সম্পর্কে মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী ও প্রধান সম্পাদক ফাহিম মুনয়েম বলেন, ‘এ আইনশৃঙ্খলা বাহিনী অনেক ধরনের রহস্য উৎঘাটন করেছে। সুতরাং তাদের আন্তরিকতা কতটুকু আছে সেটা আপনারাই বুঝতে পারবেন। তবে আমাদের দেশে যেটা হয় যে কোনো না কোনো জায়গা থেকে যদি কোনো কিছুর নির্দেশ আসে তখন আইনশৃঙ্খলা বাহিনীও কাজ করতে পারে না।’
মাছরাঙা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক রেজোয়ান হক বলেন, ‘এক বছর পূর্ণ হওয়ার আগেই এ হত্যাকাণ্ডের খুনিরা ধরা পড়বেন, রহস্য উন্মচিত হবে। তাহলে সাংবাদিকদের জন্য ভালো, সাগর-রুনির জন্যতো ভালোই, সরকারের জন্যও ভালো। সবার জন্য যে ভালো সে ভালো কাজটা করার দায়িত্ব সরকারের।’
এছাড়া মামলার তদন্তের ব্যাপারে র্যা্বের মহাপরিচালক মোখলেসুর রহমান ক্যামেরার সামনে কোনো কথা বলেননি। তবে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকায় তারা কোনো তথ্য দিতে পারছেন না বলে দাবি করেছেন তিনি।
উল্লেখ্য, গত বছরের ১১ ফেব্রুয়ারি রাতের কোনো এক সময় রাজধানীর পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। ওই ঘটনায় ‘অজ্ঞাত পরিচয়’ ব্যক্তিদের আসামি করে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা হয়।
পরদিন ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের খুঁজে বের করতে পুলিশকে নির্দেশ দেন।
কিন্তু তদন্তকাজে কোনো অগ্রগতি দেখাতে পারেনি গোয়েন্দা পুলিশ। আর তাদের ব্যর্থতার পরিপ্রেক্ষিতে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ গত ১৮ এপ্রিল এ হত্যা মামলা তদন্তের দায়িত্ব র্যা বকে স্থানান্তরের নির্দেশ দেয়।
পরে রাসায়নিক (ভিসেরা) পরীক্ষার জন্য আদালতের নির্দেশে গত ২৬ এপ্রিল আজিমপুর কবরস্থান থেকে তাদের মৃতদেহ তোলা হয়।
শেয়ার করুন- http://www.facebook.com
http://www.googleplus.com
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত দিন-
সবার আগে সব খবর জানতে “স্বদেশ বার্তার সাথেই থাকুন ।
স্বদেশবার্তা ডটকম’ এর পক্ষে –
লায়ন রাজীব চৌধুরী
প্রধান সম্পাদক ও মানবাধিকার কর্মী ।
এবং
সম্পাদক ,প্রকাশক ও মানবাধিকার কর্মী - এম.এ.হাবিব জুয়েল ।
এইসাইটে প্রকাশিত কোনো তথ্য, ছবি,অথবা অন্যযেকোনো উপাদান বাণিজ্যিকউদ্দেশ্যে অন্য কোনো সাইটে প্রকাশ অথবা অন্য কোনো মাধ্যমে প্রচার করা বাংলাদেশ কপিরাইট আইনানুযায়ীদণ্ডনীয় অপরাধ। তবে গবেষণামূলক কাজে এই সাইটের তথ্য প্রদর্শন করা যেতে পারে, সেক্ষেত্রে সূত্র উল্লেখ করতে হবে।
SawdeshBarta.Com Last Update
|
![]() |
রাজশাহীতে বিড়ম্বনার অপর নাম এটিএম বুথ
স্টাফ করেসপন্ডেন্ট রাজশাহী: রাজশাহী মহানগরীতেবিড়ম্বনার অপর নাম হয়ে দাঁড়িয়েছেএটিএম (অটোমেটেডট্রেলার মেশিন)বুথ।
বিভিন্ন ব্যাংকেরএটিএম বুথেপ্রতিদিনই টাকা তুলতে গিয়ে নানাহয়রানির শিকারহতে হচ্ছেগ্রাহকদের। কখনও থাকছে না নেটওয়ার্ক,আবার কখনওআটকে যাচ্ছেকার্ড।
জরুরি প্রয়োজনেরসময় টাকাতুলতে নাপেরে অনেকগ্রাহককে হা-পিত্যেশ করতেদেখা যায়।মধ্য রমজানথেকে শুরুহওয়া এসমস্যা বর্তমানেপ্রকট আকারনিয়েছে।
মহানগরীর শালবাগানএলাকার বিদ্যুৎবিভাগের কর্মকর্তামঈন আহমেদগত ২৩আগস্ট হাসপাতালেভর্তি থাকাবোনের জরুরিওষুধের জন্যটাকা তুলতেগত ২৩আগস্ট লক্ষ্মীপুরএলাকার ডাচ-বাংলা ব্যাংকেরএটিএম বুথেযান। কিন্তুকার্ড ঢোকানোরসঙ্গে সঙ্গেতা আটকেযায়।
অনেক চেষ্টাকরেও তিনিতার কার্ডটিআর বেরকরতে পারেননি।তারপর রাজশাহীশাখার কর্মকর্তাএবং ঢাকারকেন্দ্রীয় কর্মকর্তাদের সঙ্গে যোগ
????????? ????? ??? ????? ???? ????? ?????????????
|
![]() |
সচিবালয়ের লিফটে দেড় মিনিট আটকে রইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, ২৭আগস্ট, ২০১২
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেড় থেকে দুই মিনিট লিফটে আটকে ছিলেন। সোমবার সচিবালয়ে তার নিজ কার্যালয়ে যাওয়ার সময় সকাল ১০টা ৪ মিনিট সময় এ ঘটনা ঘটে।
সেখানে কর্তব্যরত গোয়েন্দাসংস্থার এক কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী তার কার্যালয়ে যাওয়ার সময় লিফটে উঠলে সেটি আটকে যায়। সকাল ১০টা ৪ মিনিট থেকে ১০টা সাড়ে পাঁচ মিনিট পর্যন্ত আকটে থাকার পর ফের লিফট চলাচল শুরু হয়।
ওই কর্মকর্তা বলেন, “হয়ত বিদ্যুৎ সংযোগ না পাওয়ার কারণে এটি ঘটেছে। তাছাড়া প্রধানমন্ত্রীকে সামনে দেখে অনেক সময় লিফটম্যান সামান্য ঘাবড়েও যেয়ে থেকে থাকতে পারে। সে কারণে লিফট পরিচালনার ব্যাঘাত ঘটে থাকতে পারে।”
পরে লিফট চলাচল শুরু হলে নিজ কার্যালয়ে যান প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠকে যোগ দিতে সকালেই সচিবালয়ের কার্যালয়ে আসেন তিনি।
সম্পাদনা ঃ এম. এ হাবিব জুয়েল
Sawdeshbarta News Update
|
![]() |
মেডিকেল ভর্তি পদ্ধতির আকস্মিক পরিবর্তন অবৈজ্ঞানিক
27 আগস্ট ২০১২, বিকাল৩:৩৩ ক্যাটাগরী: ক্যাম্পাস ফিচার পোস্ট
ধরি আপনিভালো সমাজব্যবস্থায় সুন্দর স্বপ্ন নিয়ে বেড়েউঠেছেন। এবারসময় হয়েছেনিজের শক্তিকেকাজে লাগিয়েনিজের ওআশেপাশের মানুষেরকষ্ট দূরকরার। আপনিচিন্তা করেদেখলেন পেশাহিসেবে শিক্ষকতা,ডাক্তারি এবংআইন অনেকসুন্দর ওসম্মানের। পারলে আপনি তিনটি পেশাইচর্চা করতেচান, কিন্তুআপনি চিন্তাকরে দেখলেনএই তিনটিপেশার মধ্যেসর্বোচ্চ দু’টি পেশাকেআপনি জীবিকাহিসেবে গ্রহণকরতে পারবেন।আপনি বেড়েউঠেছেন বিজ্ঞানচর্চার মধ্যদিয়ে। সুতরাংডাক্তারি আপনারজন্য খুব-ই উপযোগী।ডাক্তার হিসেবেযখন অনেকবড় হয়েযাবেন, তখনসময় ওসুযোগ থাকলেআপনি শিক্ষকহবার ইচ্ছাটাওপূরণ করতেপারবেন। আপনিখুব শীঘ্রইডাক্তার হবারসিদ্ধান্তে আসতে চান। আমি এখনআমার দৃষ্টিভঙ্গিদিয়ে আপনারকরণীয় নির্ধারণকরে দিচ্ছি।করণীয়গুলো আপনার একান্ত কর্তব্য সেদাবী আমিকরছি না,তবে আমিবিশ্বাস করিএ করণীয়গুলোআপনার সিদ্ধান্তগ্রহণকে প্রভাবিতকরবে এবংত্বরান্বিত করবে।
আমি আপনাকে৪টি প্রশ্নকরব। এই৪টি প্রশ্নেরযে কোন৩টির উত্তরহ্যাঁ-সূচকহলে আপনিডাক্তার হবারসিদ্ধান্ত গ্রহণ করতে পারেন।
প্রশ্নঃ
#১:পেশাটারপ্রতি আপনারআসক্তি, ভালোবাসাও সম্মানবোধআছে কি?
#২:বিষয়বস্তুরগভীরে যাওয়ারপ্রয়োজনে পড়াশোনাউপভোগ করারমানসিকতা আছেকি?
#৩:এপেশা কিআপনাকে সামাজিকও অর্থনৈতিকভাবেসমৃদ্ধ করবে?#৪:
খ্যাতি নয়,সেবা করাও জীবিকানির্বাহ করাইএই পেশানির্বাচনের মূল কারণ- বিষয়টা কিএ রকম?
এবার নির্বাচকপক্ষের কর্তব্যনির্ধারণের সুযোগ গ্রহন করি। ধৃষ্টতাহয়ে গেলকি নাজানি না,আমি জনগন,গনতন্ত্র আমাকেমনের ইচ্ছাও কথাপ্রকাশ করতেউৎসাহ যোগায়।।
কর্তৃপক্ষ দেখবেন প্রার্থীরঃ
#১:পেশা-ভিত্তিক বিষয়েজ্ঞান ওমানসিকতাটা ভালো কিনা।
[খুব বেশিপ্রযোজ্য নাহলে অংক,বাংলা, ইংরেজী,সাধারণ জ্ঞানকম জানলেওচলবে। প্রার্থীরাযদি কথাশিল্পীনা হয়,তাহলে তাদেরবাংলা ইংরেজীরনম্বর ততটাগুরুত্ব বহনকরে না।বাংলা-ইংরেজীভালো লিখতে,বলতে ওবুঝতে পারলেইহবে। কথাশিল্পীহলেও বাংলাইংরেজীর বেশিনম্বর জরুরীনা। আমারব্যক্তি জীবনেদেখা সবগুলোকথাশিল্পী স্কুল জীবনে বার বারবাংলায় ফেলকরেছে। বর্তমানশিক্ষা ব্যাবস্থায়ইংরেজী ওবাংলায় উচ্চনম্বর শিক্ষার্থীরভালো স্মরণশক্তি,সুন্দর হাতেরলেখা, (সেরাগুরুগৃহ) কোচিংসেন্টারগামীতা এবং গৃহশিক্ষক নির্ভরতার ইঙ্গিতদেয়। ]
#২:মস্তিষ্কটাউন্নত কিনা।
[স্মরণশক্তি বেশি থাকা অপ্রয়োজনীয়; যারাসারা জীবনপড়ে, মাথায়রাখে, স্মরণেরাখে (অথচমনে রাখেনা) তারাবাস্তব জীবনেপ্রয়োজনের সময় এত কিছুর ভিড়েদরকারি জিনিসটাখুঁজে পেতেসময় লাগায়।কোন জ্ঞানেরসাথে কোনমেধা জোড়ালাগিয়ে কিবিজ্ঞান তৈরিকরতে হবেতা আইন্সটাইনেরখুব ভালোমনে থাকত,কিন্তু তিনিপ্রায়শ তারনিজের বাসারঠিকানাটা ভুলেযেতেন। আমারবক্তব্য এমননা যে,কেউ ঠিকানাভুলে গেলেসে আইন্সটাইনেরমর্যাদা পাবে।{আমার আভিমতঃ১০০ টাবই পরলামকিন্তু সেইবইগুলোর ১টাপৃষ্ঠাও মনেরাখলাম নাবা জীবনেকাজে লাগালামনা বাচর্চা করলামনা – এরকম শিক্ষালাভদরকার নাই।আমরা আবশ্যইপড়ব। আমরাএক পৃষ্ঠাপড়ব, এবংএক পৃষ্ঠারপুরোটুকুই আয়ত্ত করব এবং সেটাকেজীবনের দেয়ালেমনের জানালারপাশে টাঙিয়েরাখব}।
[যে বৃষ্টিবর্ষায় সবচেয়েসত্য, সেবৃষ্টি বসন্তেখুবই অসত্য;ফুল তখনএকমাত্র সত্য।পূর্ববর্তী অনুচ্ছেদের অবস্থা-ভিত্তিক সত্যটুকুকেছাত্র-ছাত্রীরাযদি ধ্রুবসত্য ভেবেনেয় তাহলেতাদের বিকাশক্ষতিগ্রস্ত হবে। তাদের ভাবতে হবেবই পড়েযত সহজেও দ্রুতনিজেকে বিকশিতকরা যায়অন্য কিছুতেততটা করাযায় না।ছাত্র-ছাত্রীও জ্ঞানেরলাভের আনন্দযাদের কাছেঅনেক বড়বিনোদন তাদেরজন্য পূর্ববর্তীঅনুচ্ছেদটির দ্বিতীয় বন্ধনী {} দ্বারা আবদ্ধঅংশটুকু প্রযোজ্যনয়। ]
#৩:শারীরিকও মানসিকঅবস্থা পেশাটিগ্রহণ করারউপযোগী কিনা?
[ডাক্তার মানসিকভাবে আকর্ষণীয়হলে রোগীআস্তাবোধ করেনবেশি। যেডাক্তার যতউন্নত সেডাক্তার ততকম অষুধদেয়। আরঅতি উন্নতমানসিকতার ডাক্তাররা অষুধ ছাড়াই রোগীভাল করেফেলে। তাদেরঅমূল্য পরামর্শরোগীদেরকে মূল্যবান অষুধের চেয়েও দ্রুতসারিয়ে তুলে।]
# ৪:হাসতেপারে কিনা।
[যে ডাক্তারহাসতে জানেনা সেডাক্তার সেবকহওয়ার যোগ্যতারাখে না।ডাক্তারের হাসি প্রেস্ক্রিপশনে (না) লিখাপ্রথম প্রতিষেধক।]
(উল্লেখিত ৪টি প্রশ্ন ও ৪টিনিরীক্ষণ কম-বেশি অন্যান্যপেশার জন্যওপ্রযোজ্য।)
আমি পৃথিবীরপথে হাটছিকয়েক হাজারবছর ধরে।এতোক্ষণ যাবললাম তাপৃথিবীকে মাথায়রেখে পৃথিবীরঅধিবাসী হিসেবেবললাম। কিন্তুবাস্তবে আমিথাকি বাংলাদেশে।এ দেশেজনগন ক্ষমতারসবচেয়ে বড়উৎস। আমি সেই মূল্যবান জনগনেরএকজন প্রতিনিধি।নির্বাচনের আগে আমি রাজা বাদশারসম্মান পাই(অন্তত দেশপ্রেমিকভোটপ্রার্থীদের কাছে থেকে।)
আজকাল মোবাইলফোনে কিছুপ্রোফাইল থাকে,ব্যাবহারকারী রুচি ও প্রয়োজন মাফিকসেগুলোর সেটিংপরিবর্তন করে।এই লেখাটিযখন শুরুকরি তখনএই লেখারসেটিং ছিলগ্লোবাল, এখনসেটিং পরিবর্তনকরে সেটাকেকরব রিজিওনালঅর্থাৎ এখন বাংলাদেশের প্রেক্ষপট মাথায়রেখে এগিয়েযাব।
তবে দেশটাএ রকমনয় যে,যে যেবিষয়ে পড়ারজন্য উপযোগীসে সেবিষয়ে-ইপড়তে পারে।প্রথম সারিরপাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে১টি আসনেরবিপরীতে অন্তত৩০ জনপ্রতিযোগিতা করে। সুতরাং যে যেবিষয়ে পড়তেআগ্রহী, সেসে বিষয়েইযদি পড়তেচায় তাহলেবেশির ভাগপ্রার্থীকে সারা জীবন প্রাতিষ্ঠানিক শিক্ষায়অশিক্ষিত থাকতেহবে। সুতরাংভর্তি পরীক্ষারফলাফলের ভিত্তিতেযে যেবিষয়ের জন্যনির্বাচিত হয়, শিক্ষিত হবার স্বার্থেতাকে সেবিষয়ে ভর্তিহতে হবেএবং এটাইতার জন্যসুবিধাজনক। তবে যাদের বেসরকারী বিশ্ববিদ্যালয়েপড়ার সামর্থ্যথাকে তাদেরহিসাবটা ভিন্ন।
আজকে আমারকলম ধরারমূল লক্ষ্যমেডিকেল কলেজেভর্তি পরীক্ষাপদ্ধতির আকস্মিকপরিবর্তনের মৌখিক ঘোষণায় আমার মাঝেঘটে যাওয়ামনোজাগতিক প্রতিক্রিয়ার লিখিত প্রকাশ। ডাক্তারহতে হলেআগে মাধ্যমিকস্তরে জীববিজ্ঞানপড়ে আসতেহয়। সবকিছুরই একটিশানে নজুলথাকা ভালো।এতক্ষণ যাবলেছি তাছিল সূচনাপর্ব।
এখন মূলবিষয়ে আসি।প্রথমেই আমারঅবস্থান জানিয়েদেই। আমিপরিবর্তিত নতুন পদ্ধতির পক্ষপাতি নই।
দেশে বিরাজমানগতানুগতিক চাকুরিতে প্রার্থী নির্বাচনী পরীক্ষাআমার মোটেওমনঃপুত না।বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পদ্ধতিগুলোও আমারকিছুটা অপছন্দের।তবে এবিষয়ে আমিকখনও লিখিনি,কেননা তাআমাকে ততটাহতাশ করেনি।কিন্তু স্বাস্থ্যমন্ত্রণালয়ের মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষাসংক্রান্ত সাম্প্রতিক অমানবিক সিদ্ধান্ত আমাকেশুধু হতাশইকরেনি ক্ষুদ্ধওকরেছে। ভিতরেক্ষোভ থাকলেতার প্রকাশথাকতে হয়তা নাহলে স্নো-বল ইফেক্টহয়। তাইআমি ক্ষোভপ্রকাশের জন্যকাঁচের গ্লাসবা প্লেটভাঙতে পারতাম,কিন্তু তাত্রাসের কারনহতো। তাইতা নাকরে ক্ষোভেরনির্দোষ প্রকাশঘটাবার জন্যকলমকে হাতেনিলাম।
নতুন পদ্ধতিরবিপক্ষে আমারযুক্তিঃ
যুক্তি # ১:এই পদ্ধতিতেপ্রকৃত মেধাবীরাকম সুযোগপাবে।
যুক্তি # ২:নতুন পদ্ধতিতে যারানির্বাচিত হবে তারা এক মানদণ্ডেযাচাইকৃত না।
একটা মিথ্যাকেপ্রতিষ্ঠিত করতে অনেকগুলো মিথ্যা বলতেহয় এবংপ্রচুর অপযুক্তিদাঁড় করাতেহয়। কিন্তুএকটা সত্যকেপ্রতিষ্ঠিত করতে অন্য কোন সত্যবলতে হয়না। প্রয়োজনবোধেসর্বোচ্চ একটাযুক্তি প্রদর্শনইযথেষ্ট। আমিনতুন পদ্ধতিরবিপক্ষে অন্তত১০টি যুক্তিদাঁড় করাতেপারব। কিন্তুতার প্রয়োজনবোধ করছিনা।
যুক্তি # ১ এর ব্যাখ্যাঃ
নতুন পদ্ধতিপ্রকৃত মেধাবীদেরজন্য ক্ষতিকর।যার পরীক্ষাররেজাল্ট খারাপতার মেধাওখারাপ- এসিদ্ধান্তে আসা যায় না। অনেকমেধাবী ছেলেমেয়েপড়াশোনা কমকরে তাইসে স্কুলকলেজেরেজাল্টে পিছিয়েথাকে। আবারবেশ কিছুক্ষেত্রে দরিদ্রঘরের ছেলেমেয়েরাজিপিএ বাড়াবারজন্য যথেষ্ঠঅর্থসম্পদ ব্যয়ের সামর্থ রাখে না।ফলে শিক্ষাবানিজ্যেরএ যুগেতারা পিছেয়েপড়ে। বিশ্ববিদ্যালয়েভর্তি পরীক্ষারপ্রশ্নগুলো হয় মৌলিক যেখানে মুখস্তবিদ্যা প্রধানভূমিকা পালনকরতে ব্যর্থহয়। ফলেদেখা যায়যাদের মৌলিকজ্ঞান ভালঅথচ স্কুল-কলেজে বেশিভাল জিপিএনাই তারাওভর্তি পরীক্ষায়ভালো করেভবিষ্যৎ গড়ার সর্বশেষ সুযোগ পায়।
যুক্তি # ২ এর ব্যাখ্যাঃ
দেশে অনেকগুলোশিক্ষা বোর্ড,অনেক স্কুল-কলেজ। একেকছাত্রের একেকসুবিধা। দেশেনকল ওশিক্ষা দূর্নীতিকমে গেছেএমনটা শোনাযায়। আমিঅবশ্য শোনাকথায় বিশ্বাসরাখি না।যার জিপিএভালো সেবেশি নকলেরসুযোগ পেয়েছে,নাকি যারজিপিএ খারাপসে কমনকলের সু্যোগপেয়েছে তাকিন্তু বোর্ডপরীক্ষার জিপিএদেখে বুঝারউপায় নাই।আমার দাবীএমন নাযে মেডিকেলকলেজের ভর্তিপরীক্ষায় নকলহয় না।আসলে নকলহয় না-কি হয়না এবিষয়ে আমারধারনা নাই।তবে তর্কেসুবিধাজনক অবস্থানে থাকার স্বার্থে ধরেনিলাম ‘নকলহয়’।তারপরও সবাইযদি ভর্তিপরীক্ষার প্রক্রিয়াটারমধ্য দিয়েযায়, তাহলেঅন্তত সবাইকেএক মানদণ্ডেফেলার সুযোগপাওয়া যাবে।
আমার মনেরএকটি প্রশ্নঃ
অভিযোগ আছেকোচিং সেন্টারগুলোপ্রশ্নপত্র ফাঁসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকরে। সেদিনএকটা টকশোতেআমাদের মাননীয়স্বাস্থ্যমন্ত্রীর কিছু বুদ্ধিদীপ্তমন্তব্য ওসিদ্ধান্ত শুনলাম। মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কথা শুনে বুঝলাম কোচিংসেন্টারগুলো বর্তমানে শিক্ষাব্যবস্থারজন্য যথেষ্ঠবিরক্তিকর ও ক্ষতিকর। উনার অনুমানসাম্প্রতিক সরকারী সিদ্ধান্তের বিরুদ্ধে মেডিকেলকলেজে ভর্তি-ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের সাম্প্রিতিকযে আন্দোলনতাতে কোচিংসেন্টারগুলোর যথেষ্ঠ ইন্ধন আছে। এপ্রেক্ষিতে মাননীয় মন্ত্রীর কাছে আমারসশ্রদ্ধ জিজ্ঞাসাকোচিং সেন্টারদমনে আপনারসরকার কিকরছে বাকরবে? আরআমার নিজেরকাছে নিজেরপ্রশ্ন- একজনকেদমন করতেযেয়ে আরেকজনকে ক্ষতিগ্রস্থকরা কতটুকুবৈজ্ঞানিক? ইদুর মারতে যেয়ে যদিতেলাপোকা মারিজানি কেউকিছু বলবেনা। কিন্তুইদুর মারতেযেয়ে যদিবিশাল একটাবিড়ালই মেরেফেলি তাহলেকি কেউকোন প্রশ্নতুলবে না?
আমার ব্যক্তিগতমীমাংসাঃ
নতুন ওপুরাতন উভয়পদ্ধতিতেই ভালো-মন্দ থাকবে, থাকাটাইস্বাভাবিক। অনেক সময় নতুনকে আমরাসহজে মেনেনিতে চাইনা। তখননতুনে অভ্যস্তহতে সময়দিতে হয়।মেডিকেল কলেজেভর্তির নতুনপদ্ধতিটি আরোপকরার আগেছাত্র-ছাত্রীদেরএ পদ্ধতিটিরপ্রয়োজনীয়তা ও ব্যাপকতা বুঝতে এবংএর জন্যপ্রস্তুতি গ্রহন করতে পর্যাপ্ত সময়দেয়া উচিতছিল। ফুলএকবারে ফুটেনা, কলিকেসময় দিতেহয় পাপড়িগুলোকেরাঙাতে। অন্যকোন কারণও যুক্তিপ্রদর্শন প্রয়োজননেই, পড়াশোনারগোলকধাঁধাঁয় বিভ্রান্ত কোমলমতি ছাত্র-ছাত্রীদেরনতুন পদ্ধতিটিআত্মস্থ করারজন্য যথেষ্ঠসময় দেয়াহয়নি- এইএকটি কারণইযথেষ্ঠ আকস্মিকসিদ্ধান্তটি থেকে সরে আসার জন্য।
সম্পাদনা ঃ এম. এ হাবিব জুয়েল 27আগস্ট ২০১২, বিকাল ৩:৩৩
Crime News of Rape,Murder & Etc.
|
![]() |
স্ত্রীকে ‘নিষিদ্ধ পল্লীতে’ বিক্রির দায়ে স্বামীর যাবজ্জীবন
জেলা সংবাদদাতা: (বাগেরহাট, ০৯ এপ্রিল;)- স্ত্রীকে ‘নিষিদ্ধ পল্লীতে’ বিক্রির অভিযোগে স্বামীসহ দুই সহযোগীর যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন বাগেরহাটের একটি আদালত। বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মো. আবুল বাশার মুন্সী সোমবার দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় দেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।একইসঙ্গে তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।দণ্ডপ্রাপ্তরা হলেন- বাগেরহাটের মোল্লাহাট উপজেলার নতুন ঘোষগাঁতি গ্রামের শাহাদাৎ মোল্লার ছেলে দাউদ মোল্লা, তার সহযোগী একই গ্রামের ধলা মিঞা বিশ্বাসের ছেলে হাসান বিশ্বাস এবং নড়াইল জেলার চচুড়ি গ্রামের আব্দুল মাজেদ মোল্লার মেয়ে মিতা ওরফে রিনা ওরফে নূরী ওরফে নূর জাহান।
বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি(পিপি সিদ্দিকুর রহমান জানান, দাউদ ১৯৯৭ সালের ৩০ অক্টোবর স্ত্রী রীনা বেগমকে সিনেমা দেখানোর কথা বলে প্রথমে খুলনায় এবং পরে যশোরে নিয়ে যায়। এসময় তার সঙ্গে সহযোগী হাসানও ছিলেন। একপর্যায়ে দাউদ রীনাকে যশোরে ‘নিষিদ্ধ পল্লী’র বাসিন্দা মিতার কাছে ৬০ হাজার টাকায় বিক্রি করে তারা পালিয়ে যান।ওইদিন সন্ধ্যায় পুলিশ ‘নিষিদ্ধ পল্লী’ থেকে রীনাকে উদ্ধার করে এবং পরদিন রীনা কুলিয়া গ্রামে বাপের বাড়ি ফিরে মোল্লাহাট থানায় একটি মামলা দায়ের করেন।১৯৯৮ সালের ৬ জানুয়ারি তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই
মো. জালাল উদ্দিন।
রাজশাহীতে যৌতুকের আগুনে পুড়ে মরলো গৃহবধূ
রাজশাহী, ৪ এপ্রিল- রাজশাহীর রাণীনগর এলাকায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বুধবার দুপুরে অগ্নিদগ্ধ অবস্থায় সাথী ইয়াসমিন নামে ওই গৃহবধূকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর সন্ধ্যায় তিনি মারা যান। চিকিৎসকরা জানিয়েছেন, সাথীর শরীরের ৮০ ভাগ পুড়ে গিয়েছিলো। সাথীর বড় বোন শাহনাজ জামান জানান, আট মাস আগে নগরীর রাণীনগর এলাকার মাইক্রোবাস চালক আরিফুল ইসলাম আরিফের সঙ্গে তার বোনের বিয়ে হয়। তবে বিয়ের কিছুদিন পর থেকে যৌতুকের দাবিতে সাথীর ওপর নির্যাতন চালাতে শুরু করে আরিফ। সাথীদের বাড়ি হেতেমখাঁ এলাকায়। তার বাবার নাম সাজ্জাদ আলী।মা হাসনা বানু বলেন, বুধবার দুপুরে যৌতুক হিসেবে মোটরসাইকেল নিয়ে আসার জন্য সাথীর ওপর নির্যাতন শুরু করে আরিফ ও তার বাড়ির লোকজন। নির্যাতনের এক পর্যায়ে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় তারা। পরে আশেপাশের লোকজন ছুটে এসেতাকে উদ্ধার করে।
বোয়ালিয়া মডেল থানার ওসি খান মো. শাহরিয়ার বলেন, “আগুনে পুড়িয়ে গৃহবধূকে হত্যার খবর আমরা পেয়েছি। তবে এখনো কেউ থানায় মামলা নিয়ে আসেনি। তবে স্বামী আরিফকে ধরতে অভিযান শুরু হয়েছে।”
এপ্রিল২০১২সম্পাদনা:এম.এ.হiবিব
নিজ পিস্তলের গুলিতে পুলিশের আত্মহত্যা
জেলা সংবাদদাতা: (কুমিল্লা, ১১ এপ্রিল)- কুমিল্লায় নিজ পিস্তুর গুলিতে আত্মহত্যা করেছেন এক পুলিশ সদস্য। বুধবার সকাল ৭ টায় এ ঘটনা ঘটে।পুলিশ সূত্র জানায়, পুলিশের নায়েক তানজিম (৩২) মহানগরীর জাঙ্গালিয়ায় নিজ কক্ষে পারিবারিক কলহের জের ধরে নিজ চোয়ালে গুলি করেন।রক্তাক্ত অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
নিহত তানজিমের বাড়ি চাঁদপুর জেলার কচুয়ায়। তার স্ত্রী ও দুই শিশু পুত্র রয়েছে। তানজিম কুমিল্লার জাঙ্গালিয়ায় সরকারি বিদ্যুৎ অফিসে নিরাপত্তার বিষয়ে কর্মরত ছিলেন।
নীলফামারীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
জেলা সংবাদদাতা: (নীলফামারী, ১১ এপ্রিল)- নীলফামারীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সাজাপ্রাপ্ত স্বামী হলেন জেলার ডোমার উপজেলার কেতকীবাড়ী নামাজীপাড়া এলাকার সফিয়ার রহমানের ছেলে মঞ্জুরুল হক।
তাকে স্ত্রী নুর বানুকে (২৮) হত্যার দায়ে বুধবার নীলফামারী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জেব-উন-নেসা এ সাজার রায় দেন। মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ৬ জুলাই রাতে পারিবারিক কলহের জেরে স্ত্রী নুর বানুকে বেদম মারপিট করে। পরে আশঙ্কাজনক অবস্থায় ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু যায়। এ ঘটনার পর নুর বানুর বাবা তমিজ উদ্দিন বাদী হয়ে পরদিন ৭ জুলাই জামাতা মঞ্জুরুলকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহানী পিপিএম মঞ্জুরুলকে দোষী সাব্যস্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আজ বুধবার আদালত আসামিকে ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে অতিরিক্ত ছয় মাসের জেল দেয়। আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর অক্ষয় কুমার রায়।
sbarata news 548-M.A.HABIB JEWEL
Notice For All
|
![]() |
এতদ্বারা রাজশাহী জেলার সর্ব সাধারণকে জানানো যাইতেছে যে, আমাদের বার্তা সংস্থা “ক্রাইম নিউজ সার্ভিস” (সিএনএস) এর রাজশাহী জেলা স্টাফ রিপোর্টার পরিচয় দানকারী ফিরোজ কবীর নামক আমাদের কোন রিপোর্টার রাজশাহীতে নেই। তাই রাজশাহী জেলার সর্বস্তরের জনগণকে তার কাছে সিএনএস’এর ব্যাপারে কোন প্রকার যোগাযোগ না করার জন্য অনুরোধ করা যাচ্ছে। সেই সাথে স্থানীয় প্রশাসনকে প্রতারক ফিরোজ কবীর এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হইল।
প্রধান সম্পাদক মোঃ সামসুজ্জামান
অফিসঃ ২৯/১, নয়াবাড়ী, সাভার, ঢাকা-১৩৪৩. ফোন:+৮৮০২-৭৭৪৫২৮৬, ফ্যাক্স : +৮৮ ০২-৭৭৪৫৪৩৩
(বার্তা): +৮৮-০১৮৩০৪৫৮০৭৫, ০১৯৪৩২১৯৩০৯
News & Views
|
![]() |
নারী কনস্টেবলের শ্লীলতাহানি: এসআই’র বিরুদ্ধে শাস্তির সুপারিশ
স্টাফ করেসপন্ডেন্ট
রাজশাহী: রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের এক নারী কনস্টেবলের শ্লীলতাহানির ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।গত ২০ মার্চ গোপনীয়তার সঙ্গ রাজশাহী রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শকের (ডিআইজি কাছে তদন্ত প্রতিবেদন দিয়েছেন অতিরিক্ত ডিআইজি ও তদন্ত কর্মকর্তা নিবাস চন্দ্র মাঝি।
নির্ভরযোগ্য সূত্র জানায়, তদন্ত প্রতিবেদনে নারী কনস্টেবলের শ্লীলতাহানির প্রমাণ পাওয়া গেছে উল্লেখ করে ঘটনার সঙ্গে জড়িত উপ-পরিদর্শক (এসআই শফিকুর রহমান মৃধার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।তদন্ত প্রতিবেদন রেঞ্জ ডিআইজির কাছে জমা দেও
য়ার পর গত ২৫ মার্চ তা রাজশাহী পুলিশ সুপারের কাছে পাঠানো হয়। এখন যে কোনো সময় পুলিশ সুপার ওই তদন্ত প্রতিবেদনের কপি অভিযুক্ত উপ-পরিদর্শক শফিকুর রহমান মৃধাকে সরবরাহ করে তার বক্তব্য গ্রহণের কথা রয়েছে।নারী কনস্টেবলের জবানবন্দির কথা উল্লেখ করে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারী কনস্টেবল ৭ মাস আগে রাজশাহী জেলায় বদলি হয়ে আসেন।বদলি হয়ে আসার পর সাবেক রিজার্ভ অফিসার (আরও শফিকুর রহমান মৃধা বিভিন্ন সময় ছুটি এবং ডিউটির বিষয়ে তাকে ডেকে নিয়ে অশালীন ব্যবহার ও কুপ্রস্তাব দিতেন। তার কথায় রাজি না হওয়ায় তাকে নিয়ে অপপ্রচার চালাতে থাকেন।দুই মাস আগে জেলা
গোয়েন্দা শাখায় (ডিবি বদলি হয়ে আসার পর শফিকুর রহমান আরও বেশি ওই নারী পুলিশকে বিরক্ত করতে শুরু করেন। গত ১১ মার্চ সকালে ডিবি অফিসে গেলে উপ-পরিদর্শক শফিকুর রহমান তাকে একটি জিডি নিয়ে তার কাছে ডেকে পাঠান। এ সময় অফিসে কেউ না থাকার সুযোগে আবারো কুপ্রস্তাব দেন।তাকে একঘণ্টার জন্য বাইরে নিয়ে যেতে চান। এসময় অফিসে উপস্থিত কনস্টেবলদের বিভিন্ন অজুহাতে বাইরে পাঠিয়ে দেন। ওই দিন তার শরীরের স্পর্শকাতর অংশে হাত দিলে ওই নারী কনস্টেবল বাইরে বেরিয়ে যান। পরদিন ১২ মার্চ অফিসে গেলে আবারও তাকে একই প্রস্তাব দেন।শফিকুর রহমান ওই নারী পুলিশকে বলেন, তার কথা শোনায় অন্য একজন নারী কনস্টেবল সুযোগ-সুবিধা পেয়েছেন। তার কথা শুনলে তিনিও সুবিধা ভোগ করতে পারবেন।তখন নারী কনস্টেবল অফিস থেকে বের হয়ে বিষয়টি রিজার্ভ পরিদর্শক, আরও এবং জেলা বিশেষ শাখায় কর্মরত উপ-পরিদর্শক হোসনে আরাকে জানান।তদন্তকালে রাজশাহী রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি নিবাস চন্দ্র মাঝি রিজার্ভ পরিদর্শক (আরআই
আতাউর রহমান, রিজার্ভ অফিসার (আরও
ফজলুল হক ও জেলা বিশেষ শাখায় কর্মরত উপ-পরিদর্শক হোসনে আরার সাক্ষ্য নিয়েছ
আরআই আতাউর রহমান তার জবানবন্দিতে বলেছেন, ১২ মার্চ সকাল সাড়ে ৯টায় নারী কনস্টেবল তাকে জানায়, তার সঙ্গে কিছু কথা আছে। তিনি পুলিশ লাইনের গোল ঘরে গেলে নারী
কনস্টেবল তাকে জানায়, তিনি আর ডিবি অফিসে থাকবেন না।আরও এ বিষয়ে তার কিছু বলার নেই জানিয়ে তাকে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাতে বলেন।আরও ফজলুল হক তার জবানবন্দিতে বলেছেন, ওই নারী কনস্টেবল ১২ মার্চ সকাল সাড়ে ১০টায় মোবাইলে তাকে জানান, ডিবির উপ-পরিদর্শক শফিকুর রহমান মৃধা তার শরীরে হাত দিয়েছেন। তখন তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাতে বলেন।জেলা বিশেষ শাখায় কর্মরত উপ-পরিদর্শক হোসনে আরা তার জবানবন্দিতে বলেন, একই দিন দুপুর ১২টার সময় নারী কনস্টেবল তার অফিসে গিয়ে জানায়, শফিকুর রহমান তার শরীরে হাত দিয়েছেন।তিনি আরও জানান, ছুটি চাইলে ওই নারী কনস্টেবলকে কিছু দিতে বলেন এবং একঘণ্টার জন্য তার সঙ্গে বাইরে যাওয়ার প্রস্তাব দেন।
হরহামেশাই তিনি এ ধরনের খারাপ ব্যবহার করেন বলেও ওই নারী পুলিশের বরাত দিয়ে জানান হোসনে আরা।এদিকে, সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে তদন্ত কর্মকর্তা অতিরিক্ত
ডিআইজি তার পর্যালোচনা প্রতিবেদনে উল্লেখ করেন, ‘অভিযোগের বিষয়ে কোনো প্রত্যক্ষ সাক্ষী না থাকলেও আমার প্রকাশ্যে ও গোপন সার্বিক অনুসন্ধানে প্রাপ্ত সাক্ষ্যপ্রমাণ ও পারিপার্শিকতায় এবং ঘটনার ধারাবাহিকতায় উপ-পরিদর্শক শফিকুর রহমান মৃধার (বর্তমানে সাময়িক বরখাস্ত বিরুদ্ধে নারী কনস্টেবলের শ্লীলতাহানির অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়।’তদন্ত প্রতিবেদনের শেষের দিকে শফিকুর রহমান মৃধার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।তদন্ত প্রতিবেদনে দাখিলের সত্যতা নিশ্চিত করে বুধবার সন্ধ্যায় অতিরিক্ত ডিআইজি নিবাস চন্দ্র মাঝি বাংলানিউজকে বলেন, এটি চূড়ান্ত প্রতিবেদন নয়। অভিযুক্ত উপ-পরিদর্শকের জবানবন্দি গ্রহণের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।প্রসঙ্গত, গত ১২ মার্চ জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক শফিকুর রহমান এক নারী কনস্টেবলের শ্লীলতাহানির চেষ্টা করেন। ওই নারী কনস্টেবল ডিআইজির কাছে লিখিত অভিযোগ করলে ওই দিনই তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
source-sbarta-news-589 News By M.A.HABIB JEWEL
30.03.2012
সম্পাদনা:এম.এ.হiবিব
জামাই আদরে মাওলানাআজাদকে বিদেশপাঠানো হয়েছে:ড. মিজান
স্টাফ রিপোর্টার: (ঢাকা, ১১ এপ্রিল;)-জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানমি
জানুর রহমান অভিযোগ তুলেছেন, মাওলানা আবুল কালাম আজাদকে জামাই আদরে বিদেশে পাঠিয়ে দেয়া হয়েছে।তিনি বলেন, সর্ষের মধ্যে ভুত আছে যার কারণে যুদ্ধাপরাধীর অভিযোগ থাকার পরও মাওলানা আবুল কালাম আজাদ দেশ থেকে পালিয়ে যেতে পেরেছে।আজ বুধবার সিরডাপে দলিতদের বৈষম্য দূর করতে এক গোলটেবিল আলোচনায় মিজানুর রহমান এ কথা বলেন। দুটি বেসরকারি সংস্থা গবেষণা উন্নয়ন কালেক্টিভ ও অন্তোজ এ আলোচনার আয়োজন করে।জাতীয় মানবাদিকার কমিশনের চেয়ারম্যান বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে তদন্ত করার কোনো অধিকার তার কমিশনের নেই। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে কমিশনকে সরকারের কাছে এজন্যে আবেদন করতে হয়।তিনি বলেন, গোয়েন্দারা মহল্লার ছিঁচকে চোরের ওপর নজর রাখতে পারে কিন্তু রাজাকাররা কিভাবে দেশ ছেড়ে পালায় তার ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে না।
সম্প্রতিনরসিংদীতে ক্রসফায়ারে ৬ জন নিহত হবার ঘটনায় মিজানুর রহমান বলেন, আইন শৃঙ্খলা বাহিনীকে এমন কোনো অধিকার দেয়া হয়নি যে তারা অস্ত্র ব্যবহার করে কাউকে হত্যা করবে। এটা সম্পূর্ণ অবৈধ ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আরো বলেন, সংবিধান এখন গৌণ দলিলে পরিণত হয়েছে। দেশে যে কোনো হত্যাকাণ্ড ঘটলেই পুলিশ তা আত্মহত্যায় রুপান্তরিত করে বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, দুর্বলরা প্রতিনিয়ত মার খেয়ে যাচ্ছে যা বিশ্বের কোথাও নেই।অনুষ্ঠানেডেপুটি স্পিকার কর্ণেল অব. শওকত আলী বলেন, চেষ্টা করছি দলিত জনগোষ্ঠীর জন্যে কিছু করার কারণ তারা মুক্তিযুদ্ধে অনেক অবদান রেখেছিল।
সম্পাদনা:এম.এ.হiবিব
sawdeshBarta News source 589/12/04/2012