
সংবাদ দাতাদের সংশ্লিষ্ট অবগতির জন্য বিশেষ বিজ্ঞপ্তি
পৃথিবীর বিভিন্ন দেশ হতে কিছু নিবেদিত প্রাণ সংবাদ কর্মী ও শুভাকাঙ্ক্ষী দ্বারা পরিচালিত SAWDESHBARTA.COM একটি অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম। আপনিও হতে পারেন তাদের মত অদম্য একজন অনলাইন সংবাদ কর্মী যদি আপনি আপনার চারপাশে ঘটে যাওয়া ঘটনা সৎ ও সাহসিকতার সাথে তুলে ধরতে পারেন। আর্থিক ভাবে হয়ত আপনার সততা ও সাহসিকতার মূল্যায়ন করার দুঃসাহস আমরা দেখাতে পারব না কিন্তু কখনো কোন ঊর্ধ্বতন কর্মকর্তার চাপে যাতে আপনার সাহসিকতা চাপা না পরে যায় সে দিকটা আমরা আপনাকে নিশ্চিত করতে পারব বলে আশা রাখি।
যদি আপনি নিয়মিত আমাদের কে সংবাদ প্রেরণ করেন তবে আমরা সেই সংবাদ প্রকাশ করতে পারবো। সে ক্ষেত্রে আপনি SAWDESHBARTA.COM সংবাদ দাতা হিসাবে কাজ করার সুযোগ পাবেন । আপনি আপনার যে কোন ধরনের লেখা চিত্র ও তথ্য সহ আমাদের নিকট প্রেরণ করতে পারেন। সংবাদ বা প্রতিবেদনে আপনি আপনার নাম দেখতে চান কিনা সেটাও আমাদের কে জানাতে পারেন।
যদি আপনি জেলা বা উপজেলা বা থানা প্রতিনিধি হিসাবে কাজ করতে চান তবে আপনাকে আঞ্চলিক প্রতিনিধি প্রধান এর সাথে যোগাযোগ করে (যদি থাকে) একজন সংবাদ কর্মী হিসাবে কাজ করতে পারেন। দয়া করে কেউ একই সংবাদ বার বার কিংবা প্রতিহিংসা বশত কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে মিথ্যা তথ্য প্রেরণ করবেন না। সেক্ষেত্রে কর্তৃপক্ষ আপনাকে কোন রকম সহযোগিতা করতে পারবে না এবং এর জন্য সকল দায় দায়িত্ব আপনাকেই বহন করতে হবে।
সংবাদ মাধ্যমটি অনলাইন ভিত্তিক হওয়ায় আমরা প্রচলিত ধ্যান ধারনার বাইরে এসে কোন গণ্ডির মধ্যে নিজেদের কে আটকে রাখতে চাইনি বলে এখন পর্যন্ত আমাদের সকল কার্যক্রম অনলাইনেই পরিচালিত হচ্ছে এবং আশা করছি তা অব্যাহত থাকবে। আমরা বিশ্বাস করি তথ্য পরিবেশন স্থান বা ব্যক্তির উপর নির্ভর করে না। বরং স্থান বা ব্যক্তির প্রাপ্ত সুযোগ ও সুবিধা টুকু যদি সংবাদ মাধ্যম ও মাধ্যমের কর্মীদের মধ্যে প্রবাহিত করা যায় তবে সেটাই হবে একজন সৎ ও সাহসী সংবাদ কর্মীর প্রকৃত মূল্যায়ন।
আপনার সহযোগিতা আমাদের একান্ত ভাবে কাম্য।
ধন্যবাদান্তে
স্বদেশবার্তা ডটকম’ এর পক্ষে –
লায়ন রাজীব চৌধুরী
প্রধান সম্পাদক ও মানবাধিকার কর্মী ।
এবং
সম্পাদক ,প্রকাশক ও মানবাধিকার কর্মী - এম.এ.হাবিব জুয়েল ।
AmnestyInternational-London (UK)
Email us - [email protected] (To Editor)[email protected] (Only For news) অভিযোগ :-[email protected]